নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় Bangladesh Enhancing Investment and Benefits for Early Years (BEIBEY) শীর্ষক প্রকল্পটির স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান (এসইপি) এর অধীনে “পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে, উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগন, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনের মহিলা সদস্যা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গর্ভবতী ও নবজাতক প্রসূতি মায়েরা, জিও-এনজিও প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় সভাপতি বলেন, আমদের দেশ আগামী ৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর স্মার্ট বাংলাদেশ গড়তে নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশন ও যুব সমাজের ওপর। তাই আজকের শিশুকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।