নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি’:পুলিশ জনতার, জনতাই পুলিশ, ”বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এছাড়াও নীলফামারীর ডিমলা উপজেলায় মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মারামারি, জুয়া ও সামাজিক ও রাষ্ট্র বিরোধী অপরাধ দমনে বিট পুলিশিং মতবিনিময় সভার ধারাবাহিকতায়।
ডিমলা থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) বিকাল ৫টায় ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এই বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গয়াবাড়ী ইউনিয়ন আ,লীগের সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) আলী মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, গয়াবাড়ি ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা ফজলুল হক বারী, ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, শুটিবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রমূখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন গয়াবাড়ি ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই ওয়াহেদ।
মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের চোরাচালান, মাদক, দাঙ্গা ফ্যাসাদ, মামলা, হামলা, দুর্বৃত্তায়ন, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সমাজ ও রাষ্ট্র বিরোধী সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কথা বলা হয়। আইন শূংখলা নিয়ন্ত্রণে ডিমলা থানা পুলিশকে ধন্যবাদ দিয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা করার কথা বলা হয়।