রেদোয়ান হাসান, ঢাকা জেলা প্রতিনিধি:মাঘের শীত বাঘের গায়ে প্রবাদ বাক্য যেমন শীতে প্রতিটা শিশু-কিশোরের প্রিয়, তেমনই প্রিয় শীতের বন্ধ। গ্রামের বাড়ির উঠোনে পরিবারের মেয়ে সদস্যদের ঢেঁকিতে চাল ভাঙ্গানো। সন্ধ্যা থেকে মাঝ রাত অব্দি পিঠাপুলির আমেজ যেনো আজ অতীত। শহুরে জীবন যেনো সব কিছুকে আরো অনেক বেশি কুয়াশায় ফেলে রাখে। যেনো সব নব্বই দশকের স্মৃতি বর্ণনা শুনছি দাদী নানীদের মুখে।সেই সব সময় গুলো ফিরে আসুক এই প্রজন্মের হাত ধরেই।
সেই আমেজকে আরও রঙ্গিন করে ফুটিয়ে তোলার জন্য সিটি ইউনিভার্সিটি (খাগান, সাভার। পার্মানেন্ট ক্যাম্পাস) এর বিবিএ ডিপার্টমেন্ট আয়োজন করে “পিঠা উৎসব-২০২৩”।
সেই উৎসবে অংশ গ্রহণকারী স্টল নাম্বার ৩ এ ছিলো বিবিএ ৬১ তম ব্যাচের সেকশন কেসি।চমৎকার একটি নামের বড় বড় করে ফুটিয়ে তোলা হয় তাদের স্টলকে। নাম দিয়েছে “ঢেঁকির উৎসব”।
তাদের আরো চমৎকার এক উদ্যোগ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের ট্যাগ লাইন “আপনার ক্রয়কৃত পিঠার উপার্জিত অর্থের বড় একটি অংশ যাব এই শীতে শীতার্ত বাসস্থানহীন মানুষের শীতবস্ত্রে”।
সেকশন কেসি দায়িত্বপ্রাপ্ত ক্লাশ রিপ্রেজেনটেটিভ (সিআর) জানান, আমরা খুবই আনন্দিত এমন আয়োজন করতে পেরে। আপনারা জেনে খুশি হবেন আমাদের এই স্টল থেকে উপার্জিত অর্থের লাভ-ক্ষতি হিসাব হবে না। পুরোটাই শীতে বাসস্থানহীন মানুষের শীতের পোশাকে খরচ করা হবে। সিটি ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টে হেডসহ তার সেকশনের সবাইকে এবং বিশ্ববিদ্যালয়ের সকলকে তাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানান।