অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ রুপালী ব্যাংক লিমিটেড জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মহিদুল ইসলাম।সভাপতিত্ব করেন- নওগাঁ সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও গ্রাজুয়েট ফ্রেন্ডস এ্যাসোসিয়েসনের সভাপতি মো. নাসিম আলম।এসময় বক্তব্য রাখেন- তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দীকুর রহমান, গ্রাজুয়েট ফ্রেন্ডস এ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম , যুগ্ম সম্পাদক ও বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, অর্থ সম্পাদক মজিদুল ইসলাম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, উপদেষ্টা মাহবুব অর রশিদ, শিক্ষক বায়েজিদ হোসেন, নজিবর রহমান ও বকুল হোসেন এবং ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জিয়া আল বেরুনি ও প্রধান শিক্ষক দুলাল আহমেদ।পরে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে কাগজ, কলম ও ডাইরি বিরতণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গ্রাজুয়েট ফ্রেন্ডস্ এ্যাসোসিয়েশন স্থানীয় একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ২০১৭ সাল থেকে যার কার্যক্রম শুরু। শুরু থেকে এ পর্যন্ত বন্যার্তদের মাঝে ত্রাণ, শীতবস্ত্র ও করোনা ভাইরাসের সময় মাস্ক ও স্যানিটাইজার, বৃক্ষ রোপণ ও বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। যুব সমাজকে ভাল কাজে উদ্বৃদ্ধ ও মাদক থেকে দুরে রাখা এবং শিক্ষা বিস্তারে সংগঠনটি কাজ করে যাচ্ছে।