মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধি:খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ‘ইউটিলিটি সার্ভিস অটোমেশন’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ২৩ জানুয়ারি, সোমবার বেলা সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ‘ইউটিলিটি সার্ভিস অটোমেশন’ কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ইউটিলিটি সার্ভিস অটোমেশন’ কমিটির সভাপতি প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, চেয়ারম্যান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।