প্রিন্স আরিফ খান,মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা গ্রামে সালিস-বৈঠক চলাকালীন সময়ে বুলবুলি খাতুন (২৬) নামের এক নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে অবশেষে অসুস্থ হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আত্মহত্যার চেষ্টাকারী বুলবুলি উপজেলার হিন্দা গ্রামের প্রবাস ফেরত সুমন হােসেনের স্ত্রী ও একই উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে স্বামী সুমনের বাড়ির উঠানে সালিস-বৈঠক চলাকালীন সময়ে আত্মহত্যার চেষ্টা করেন বুলবুলি। স্থানীয়রা জানান, সৌদি আরবে থাকাকালীন সময়ে সুমনের সাথে ৩ বছর আগে মোবাইলফোনে মাধ্যমে বুলবুলির বিয়ে হয়। বিয়ের এক মাস পর সুমন দেশে ফিরে এসে গাংনীর বাওট গ্রামের এক কাজীর কাছে আবারো বুলবুলিকে কাগজে-কলমে রেজিষ্ট্রির মাধ্যমে বিয়ে করেন । বিয়ের দুই মাস পর সুমন কর্মের তাগিদে আবারো সৌদি আরবে যান ।
সম্প্রতি সুমন দেশে ফিরে আসেন এবং বুলবুলিকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সুমনের বাড়িতে সালিসে বসেন। এসময় সুমন ও বুলবুলির মধ্যে কোন বৈবাহিক সম্পর্ক নেই এবং কোন কাগজপত্র নেই বলে দাবী করেন সুমন। বুলবুলিও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
সালিসে স্থানীয় লোকজন বুলবুলিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করলে,সে ক্ষোভ- অভিমানে সুমনের ঘরে প্রবেশ করে, ওই ঘরে রেখে দেয়া বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সালিসে উপস্থিত থাকা তেতুঁলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) জেকের আলী জানান,স্বামী-স্ত্রীর মধ্যে মনােমালিন্যের বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তা ভাবকেই পারিনি। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,বিষয়টি শুনেছি মাত্র। অভিযোগ পেলে, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।