২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিনা ভোটের’ এবং ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোটের’ উল্লেখ করে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো। তবে দুটি নির্বাচনেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ‘বড় পুরস্কার’ পেয়েছে জাতীয় পার্টি (জাপা)।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আনুগত্যের কারণে পরপর দুই মেয়াদে সংসদে বিরোধী দলের আসনে বসতে পারলেও জাতীয় পার্টিকে ‘গৃহপালিত বিরোধী দল’ বলে অনেকে তামাশা করেন। সেই জাতীয় পার্টির নেতাদের বক্তব্যে ২০১৪ সালের ভোট নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। হঠাৎ তর্কবিতর্কে জড়িয়ে দলটির নেতারা ‘পুরোনো গুমর’ ফাঁস করে দিয়েছেন।
জাতীয় সংসদে বিতর্কটি উঠেছিল গত সোমবার। সেদিন লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোতাহার হোসেন বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জামানত হারিয়েছিলেন।