প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: গ্রীষ্মকালীন পেঁয়াজ বিপ্লব জাত উৎপাদন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা ইছাখালীতে ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের আয়োজনে কৃষক মিটিং বা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সদর উপজেলা ইছাখালী সীমান্ত মাঠে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মিলন আহম্মেদ ।
স্বাগত বক্তব্য রাখেন ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শঙ্কর কুমার মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএডিসির ভিত্তি উৎপাদন খামারের উপ পরিচালক সঞ্জয় দেবনাথ,বিএডিসির উপপরিচালক এনামুল হক, ডাল তৈল বীজ প্রক্রিয়াজাত করন কেন্দ্রের উপপরিচালক জিয়াউর রহমান, এসিআই সীডের সহকারী ম্যানেজার ইউসুফ আলম (রনি), সদর উপজেলার কৃষি কর্মকর্তা শ্যামল কুমার ,উপ-সহকারী গোলাম সরোয়ার প্রমূখ।
বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আক্কাস আলী, আব্দুর রাজ্জাক।
ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল বলেন, ইস্ট ওয়েস্ট সীড ইন্টারন্যাশনাল ইউরোপের দ্যা নেদারল্যান্ডস ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি । গ্রীষ্মকালীয় অঞ্চলের সবজি বীজ বাজারজাতকারী কোম্পানিদের মধ্যে ১ নম্বরে রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্থান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সারা বিশ্বের ৬০ টির অধিক দেশে চাষ করা হয়। গবেষণা কেন্দ্রের মধ্যে সারা বিশ্বের ১৭টি স্থানে আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন সবজির জাত আবিষ্কার করি এবং কৃষকদের কাছে সরবরাহ করি।
ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার খালেদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে মাঠ দিবসে উপস্থিত ছিলেন মার্কেটিং উন্নতকরণ কর্মকর্তা জুয়েল রানা, এসিআই সীডের মার্কেটিং উন্নতকরণ কর্মকর্তা পারভেজ আলীসহ স্থানীয় কৃষকরা।