প্রধান অতিথি বলেন,আমার কাজ হলো ক্রাইম সংক্রান্ত,৭পারসেন্ট মানুষ মাদক আসক্ত আমরা প্রতি বছর কোটি টাকার ওপর মাদক আটক হয়। এই ফেন্সিডিল ইয়াবা আমাদের দেশের না অথচো চল্লিশ থেকে পন্চাশ কোটি টাকা ব্যয় হয় এই মাদক কেনা ও চিকিৎসার পিছনে। আমরা যদি এই মাদক বন্ধ করতে পারি তাহলে প্রতি বছর কতো টাকা দেশের জন্য বেচে যাবে ভেবে দেখুন প্রত্যেক অভিভাবকের সন্তান যখন ১০ বছর বয়স পেরিয়ে যায় নজর রাখবেন যেনো মাদকাসক্ত বিরত থাকে।
এই সভার বিশেষ অতিথি বলেন,একটি অপরাধ নিয়ে আলোচনা করতে আমাদের এ সভায় আসা এই বাংলাদেশ কে মাদক মুক্ত নিয়ন্ত্রণ করতে হবে মাদক অপরাধ দমন করতে হবে আমরা কেউ হতাশ হব না সবার প্রচেষ্টার মাধ্যমে মাদককে রুখে দিতে পারি মাদক অপরাধে অনেকের কারাদন্ড হচ্ছে প্রতিনিয়ত গ্রেফতার কাজ চালু আছে আমাদের সরকারের পক্ষ থেকে মাদক বিরোধী সেচ্ছা সেবি কমিটি গঠন করছি এই কমিটির অনুমোদন করে দিবো খেলা ধুলায় বারে বল মাদক ছেরে খেলতে চল বলেন তিনি।এই সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সাংবাদিক সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি ইফতেখার হিরা সহ প্রমুখ।