1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

বাকেরগঞ্জে সাবেক এমপি আবুল হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা

জাহিদুল ইসলাম, বরিশাল জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

জাহিদুর রহমান,বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে জেলা দক্ষিণ বিএনপি’র আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খানকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অবাঞ্চিত ঘোষণা করেছে।

রবিবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন-অর-রশিদ সিকদার তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এক সময় জাসদের রাজনীতি করতেন। তিনি জাসদ থেকে উড়ে এসে বিএনপিতে জুড়ে বসে বাকেরগঞ্জ উপজেলা বিএনপিতে জাসদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের পুনর্বাসিত করেছেন।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব হারুন-অর-রশিদ সিকদার বলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদে তাদের এ সংবাদ সম্মেলন। সাবেক এমপি আবুল হোসেন খান দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক মনোনীত হওয়ার ৪/৫ দিনের মাথায় জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের পূর্বেই সম্পূন্ন অসাংগঠনিকভাবে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করে ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার পূর্বের কমিটি পুনর্বহাল করেন। অথচ সেই কমিটিগুলো সাবেক এমপি আবুল হোসেন খানের বাড়িতে বসে পকেট কমিটি করা ছিল।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবুল হোসেন খান ক্ষমতার অপব্যবহার করে তিনি উপজেলা বিএনপির সভাপতি থাকাবস্থায় করা পূর্বের পকেট কমিটিগুলো দিয়ে রবিবার তার বাড়িতে বসে উপজেলা ও পৌর বিএনপির আরেকটি পকেট কমিটি করার পাঁয়তারা করছিলেন। তৃণমূল নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে তিনি তার বাসা ছেড়ে পালিয়ে আত্মগোপনে গেছেন।

তিনি বলেন, সাবেক আবুল হোসেন খান এমপি ২০০১ সালে এমপি থাকাবস্থায় নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে প্রতিটা কাজে ১০% কমিশন নিয়েছেন। দলের তৃণমূল ত্যাগী ও পরীক্ষীত নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে জাসদ ও জাতীয় পার্টি থেকে আসা হাইব্রিডদের দলে পদপদবী দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পক্ষে তিনি দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খানকে অবাঞ্চিত ঘোষণা করে এ বিষয়ে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মিজান, রুহুল আমিন জোমাদ্দার, অ্যাডভোকেট মজিবর রহমান মোল্লা প্রমূখ।

এর আগে সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল করে সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনের সামনে গিয়ে “আবুল হোসেনের দুই গালে, জুতা মার তালে তালে” বলে শ্লোগান দেয় শত শত বিএনপির নেতাকর্মী।

Facebook Comments
১ view

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি