সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে আলমাস মন্ডল নামে এক কৃষকের শ্যালো মেশিনের সেচ ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন । রবিবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে এঘটনা ঘটে । সুতানারা গ্রামের হবিবর মন্ডলের ছেলে কৃষক আলমাস মন্ডল সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহ আলম ক্ষিপ্ত হয়ে রবিবার সকাল ৯টার দিকে তার ভাই আমিনুর, ঝুমুর আলীর ছেলে বাদসা ও বাদসার ছেলে রাজুকে সাথে নিয়ে এসে তার শ্যালো মেশিন খুলে বোরিং পাইপ ভেঙ্গে ফেলে দেয় এবং বোরিং পাইপ মাটি দিয়ে ভরাট করে দিয়ে চলে যায়। এতে সেখানে তার বোরো ধানের ৪বিঘা জমিতে পানি সেচ দেয়া বন্ধ হয়ে গেছে। এব্যাপারে শাহ আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, ওই সেচ এলাকায় তার ৪শতক জমি রয়েছে । সেই জমিতে আগে থেকেই আলমাস পানি সেচ দিয়ে আসছে । এবার বার বার বলার পরেও পানি সেচ না দেয়ায় সে মনের রাগে এঘটনা ঘটিয়েছেন ।