নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যালয় গোয়ালন্দ নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ,সংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১২ ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ক্রীড়া পতাকা উত্তোলন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার্স ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ, অমূল্য প্রসন্ন রায়, রাজবাড়ী জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন মৃধা, ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী প্রমুখ।
উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।