নাজমুল হোসেন রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ যথাযজ্ঞ মর্যাদায় ও পূর্ব ভাব গামম্ভীর্য সহকারে অমর একুশের প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন
মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে গোয়ালন্দের বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেনএ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোয়ালন্দ উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা গন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী,গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুর রহমান,গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার,গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ,গোয়ালন্দ উপজেলা আধুনিক প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে একুশের প্রথম পড়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা আওয়ামী লীগমুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ আধুনিক প্রেস ক্লাব ,গোয়ালন্দ পৌরসভা, বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।সকল ভাষার শহীদদের আত্মার শান্তি কামনায়এক মিনিট নীরবতা পালন এবং সকল শহীদের প্রতি দোয়া করা হয়।আজ মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হল।একুশে ফেব্রুয়ারি শোকাবহ দিন হলেও এর যে গৌরবোউজ্জ্বল অধ্যায় রয়েছে, তা পৃথিবীর বুকে অনন্য, কারণ বিশ্বে এ যাবৎকালে একটিমাত্র জাতি ভাষার জন্য জীবন দিয়েছিলেন, আর সেই জাতি হল বাঙ্গালী জাতি। ১৯৫২ সালে এই দিনে “বাংলা”কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজসহ সর্বস্তরের মানুষ প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে মিছিল নিয়ে নেমে আসে।
মায়ে’র ভাষার প্রতিষ্ঠার আন্দোলনের দুর্বার গতি
পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলে সেই দিন।
ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার ,রফিক ,শফিক ও বরকত গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি সেই দিন মায়ে’র ভাষার মর্যাদা অর্জনের পাশাপাশি রাজনৈতিক ও অর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পায় নব প্রেরণা। এরই পথ পেয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ।