নাজমুল হোসেন,রাজবাড়ি জেলা প্রতিনিধি: রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল বুধবার সন্ধ্যা রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের রামদিয়া সাকিনস্হ মোহাম্মদ মামুন বিশ্বাস কসাই সাক্কু(৩২)পিতা মোঃ আব্দুল মান্নান বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ইটের রাস্তার উপরে হতে। শ্রী সুকুমার হালদার ও মোঃ মামুন বিশ্বাস নামে দুই ব্যক্তিকে দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে ডিবি পুলিশ ।
রাজবাড়ীর ডিবি সূত্রে জানান,২২ই ফ্রেরুয়ারী বুধবার সন্ধ্যা রাত ০৬:৪৫ ঘটিকার সময়ের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মোঃ মোজাম্মেল হক,এস আই জাহাঙ্গীর মতুবর, এসআই মিলন চন্দ্র বর্মন,এএসআই মফিজুল ইসলাম, এ এস আই শফিকুল ইসলাম, এ এস আই কাশেম মিয়া এবং সঙ্গীয় ফোর্স সহ।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের রামদিয়া সাকিনস্হ মোঃ মামুন বিশ্বাস কসাই সাক্কু(৩২)পিতা মোঃ আব্দুল মান্নান বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ইটের রাস্তার উপরে হতে। ১/ রাজবাড়ী জেলার, রাজবাড়ী বালিয়াকান্দি থানার, ইসলাম পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রামদিয়া গ্রামের পিতা শ্রী হরিদাশ চন্দ্রা হালদার ,ও মাতা অঞ্চলী রাণী হালদারের ছেলে শ্রী সুকুমার হালদার (৩৮), ২/রাজবাড়ী জেলার, রাজবাড়ী বালিয়াকান্দি থানার, ইসলাম পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রামদিয়া গ্রামের আঃ মান্নান বিশ্বাস ও মাতা মোসাম্মৎ আনোয়ার বেগমের ছেলে মোঃ মামুন বিশ্বাস কসাই সাক্কু(৩২) কে দুটি চোরাই মোটরসাইকেল সহ তাঁদের গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।