শিরোমনি ডেস্ক রিপোর্ট:মেট্রোরেলের মিরপুর-১০ নম্বরের স্টেশনটি চালু হয়েছে। আজ পয়লা মার্চ (বুধবার) সকাল থেকে এ স্টেশনেও ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হয়। সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) পর্যন্ত যেতে মেট্রোরেলে সময় লাগে ৯ মিনিট ১২ সেকেন্ড। যাত্রাপথে মাঝে পল্লবী (উত্তরা-১২ নম্বর) এবং উত্তরা সেন্টার স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দেয়। দুটি স্টেশনের ট্রেনটি প্রায় এক মিনিট থেমে যাত্রী উঠানামা করায়।মিরপুর থেকে উত্তরা যেতে ট্রেনটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৯৩ কিলোমিটার বেগে ছুটেছিল। উত্তরা সেন্টার স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের যাওয়ার পথে ট্রেনের এমন গতি দেখা যায়। এ ছাড়া বাকি পথ ট্রেনটি ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ছুটেছে। বাঁকা পথে ট্রেনের গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ছুটতে দেখা গেছে।তবে স্টেশনটি চালুর প্রথম দিনে টিকিট কাউন্টার (দ্বিতীয় তলা) এবং ট্রেনের প্ল্যাটফর্মে যাওয়ার চলন্ত সিঁড়ি বন্ধ ছিল। স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের একজন জানান, প্রথমে চালু ছিল। পরে সকাল ৯টার দিকে বন্ধ করে দেওয়া হয়।