মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের বাজারেও পিস হিসেবে বিক্রি হবে মুরগির মাংস বরিশাল নগরীতে এক মাসের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজি প্রতি ১০০ টাকা বেড়েছে। পাশাপাশি সোনালি, লেয়ারসহ দেশি মুরগির দামও আকাশচুম্বি হওয়ায় এক শ্রেণির মানুষের পক্ষে ক্রয় করা সম্ভবপর হচ্ছে না। হঠাৎ করে মূল্যবৃদ্ধির কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই বয়লার মুরগি থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় দোকানিদের বিক্রি কমে গেছে। তাই বরিশাল নগরীর অধিকাংশ দোকানি মুরগির মাংস পিস হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে সব শ্রেণির মানুষ যাতে করে কমবেশি মুরগির মাংস ক্রয় করতে পারেন এবং বিক্রি বাড়াতে এমন উদ্যোগ নিতে যাচ্ছেন দোকানিরা। আজ শনিবার শহরের বাজার রোড এবং এয়ারপোর্ট রোডের পিস হিসেবে মাংস কিনতে পারবেন ক্রেতারা। শুক্রবার বিকেলে বাজার ঘুরে দোকানিদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
দোকানিরা সাংবাদিকদের জানান, দুই মাস আগেও বয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। সেই মুরগির রেকর্ড দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। সোনালি মুরগির দামও কেজি ৩৩০ টাকা থেকে বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি মুরগিও।
বিক্রেতারা সাংবাদিকদের বলছেন- এর আগে কখনোই তাঁরা ২৬০ টাকা কেজিতে বয়লার মুরগি বিক্রি করেননি। মূলত বাজারে বয়লার মুরগির সরবরাহ কমে যাওয়ায় এই রেকর্ড দাম সৃষ্টি হয়েছে।