দুর্গম অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রে ৫০তম নরমাল ডেলিভারী উদযাপন
জুলফিকার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
আপডেট :
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ দ্যা সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশন এর অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোহিতায় ”মিডওয়াইফ চালিত স্বাস্থ্যসেবা” শীর্ষক প্রকল্পে পরিচালিত মনপুরা সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫০টি নরমাল ডেলিভারী উদযাপন করেছেন কেন্দ্রটির ব্যবস্থাপনা কমিটি। সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মিডওয়াইফ দ্বারা ৫০তম নরমাল ডেলিভারী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ওলিউল্লাহ কাজল। এসময় আরও উপস্থিত ছিলেন মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এসময় বক্তারা এই সাফল্যের জন্য সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরে বলেন, এ দূর্গম অঞ্চলে পিএইচডি কর্তৃক মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে মানুষ যে স্বাস্থ্যসেবা পাচ্ছে তা আমাদের জন্য আর্শীবাদ স্বরুপ। ২জন মিডওয়াইফ ও একজন মেডিকেল এসিস্ট্যান্টসহ ৩জন ভলান্টিয়ারের পরিশ্রম ও কর্মদক্ষতার ফল স্বরুপ আজ আমরা এখানে ৫০তম নরমাল ডেলিভারী উদযাপন করছি। তিনি অত্র ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মীসহ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং