শিরোমনি ডেস্ক রিপোর্ট: ওয়াশিংটন চীনের শান্তি প্রস্তাবকে উড়িয়ে দিলেও জেলেনস্কি তা করেননি। রাশিয়া তাঁর দখল করা আজভ সাগর ও দনবাসের বেশির ভাগ এলাকা নিজের দখলে রেখেই ইউক্রেনের সঙ্গে একটি মীমাংসায় পৌঁছাতে চায়। যেহেতু ইউক্রেনের প্রশিক্ষিত সেনা ও গোলাবারুদের সংকট চলছে, তাই সমঝোতায় রাজি হতে হলে ইউক্রেনকে ওই এলাকা হাতছাড়া করার বিষয়ে রাজি হয়েই টেবিলে বসতে হবে। ওই বিশেষজ্ঞ মনে করেন, যুক্তরাষ্ট্র চীনের আধুনিক উন্নত ব্যবস্থাগুলোকে অবমূল্যায়ন করছে এবং চীন সম্পর্কিত তাঁর সাবেকি ধারণায় আটকে আছে।
চীন সম্প্রতি অস্ত্রবিরতির যে প্রস্তাব দিয়েছে, তা উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেছেন, এ মুহূর্তে অস্ত্রবিরতিতে যাওয়ার অর্থ ইউক্রেন থেকে রাশিয়ার ছিনিয়ে নেওয়া ভূখণ্ডকে রাশিয়ার হাতেই ফেলে আসা।
ইউক্রেন যুদ্ধে কয়েক মাস ধরে সরাসরি লড়াই করে এসেছেন, এমন একজন কর্মকর্তা ওই বৈঠকে বলেছেন, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার যত সেনা হতাহত হয়েছে, তার তুলনায় ইউক্রেনের সেনাদের হতাহতের সংখ্যা তিন ভাগের দুই ভাগের সমান। কিন্তু রাশিয়ার জনসংখ্যার এক-তৃতীয়াংশ জনসংখ্যার দেশ ইউক্রেনের পক্ষে প্রশিক্ষিত সেনা ও পর্যাপ্ত অস্ত্র ছাড়া বেশি দিন টিকে থাকা সম্ভব নয়