শিরোমনি ডেস্ক রিপোর্ট : সরকারী চিকিৎসকেরা আগামী বৃহস্পতিবার থেকে অফিস সময়ের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফি নিয়ে রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথমে ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করব।’ তিনি জানান, বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চিকিৎসকেরা রোগী দেখতে পারবেন।