সাজ্জাদ স্বদেশী,জেলাপ্রতিনিধি শরীয়তপুর: গতকাল ২৭ মার্চ দিবাগত রাতে শরিয়তপুর সদর উপজেলার পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের পেছনে প্রাক্তন বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক স্বর্গীয় স্বপন কৃষ্ণ বনিকের বাড়ির শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের প্রতিমা অজ্ঞাত দুর্বৃত্তরা ভাংচুর করে। খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, শরিয়তপুর পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ জাহাঙ্গীর বেপারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সত্যজিৎ ঘোষ, সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত, হিন্দু মহাজোটের নেতা ডাঃ হেমন্ত দাস পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী সমীর কিশোর দে প্রমুখ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। উক্ত ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন জেলার শরীয়তপুর জেলার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলা শাখার দপ্তর সম্পাদক প্রিতম প্রণয় দৈনিক শিরোমণিকে বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে প্রচলিত বিচারের আওতায় এনে শাস্তি দেয়া হোক, তিনি আরোও বলেন, শরীয়তপুর প্রগতিশীল ছাত্র সমাজ বিশেষত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলা সংসদ, উক্ত মন্দিরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
২৭ views