প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে বেবী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের (ভারত প্রবাসী) তুষার আলীর স্ত্রী ও একই গ্রামের রাহিম উদ্দিন ওরফে জুলহাসের মেয়ে।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাথার পিছনের অংশ মারাত্মক জখম হওয়ার ফলে ক্রমাগত রক্তক্ষরণ হয়। যার ফলে তিনি হাসপাতালে আসার পূর্বে মারা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী ফেলুজান জানান, শুক্রবার ভোর বেলার দিকে বেবীকে নিয়ে তার বাবা রাহিম উদ্দিন বামন্দীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চোখতলার নতুন নির্মাণ করা উঁচু রাস্তা থেকে নিচের দিকে নামার সময় বেবী অসাবধানতাবশত মোটরসাইকেলের পেছন থেকে ইটের ওপর পড়ে মাথার পিছনের অংশে গুরুতর জখম হয়।ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে তার বাবাও সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। তবে তার বাবা কোনও আঘাত পাননি।গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।