প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব-সাহারবাটি আঞ্চলিক সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে সাদ্দাম হোসেন সবুজ (৩৫) নামের এক ব্যবসায়ি। ছিনতাইকারীরা তাকে জখম করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এই হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। সবুজ উপজেলার সাহারবাটি ইউনিয়নের কুঠি ভাটপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সবুজ ও তার বন্ধু লাভলু একটি মােটরসাইকেলযােগে সাহারবাটি থেকে গাংনী শহরের উদ্দেশ্যে গাঁড়াডােব গ্রামের দিকে আসছিলেন । পথে মধ্যে ৭-৮জনের একদল ছিনতাইকারী তাদের গতিরােধ করে। সবুজের মােটরসাইকেলটি ছিনিয়ে নিতে গেলে,সে প্রতিরােধ করার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালাে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় সবুজের ব্যবহৃত মােটরসাইকেল ও আনুমানিক ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সবুজের আত্মচিৎকারে আশেপাশের লােকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে তার সাথে থাকা বন্ধু লাভলু হামলার শিকার হননি।
এবিষয়ে গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।