নাজমুল হোসেন রাজবাড়ি জেলা প্রতিনিধিঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাৎও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময়ের দিকে উপজেলা কোট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়কের উপর দিয়ে গোয়ালন্দ পৌর জামতলা পদক্ষিন করে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নানান প্রকার ফেস্টুন ,ব্যানার ও বাঙালির ঐতিহ্য লালনকারী বাহারি রকমের মুখোশ, ঘোড়ার গাড়ি, পালকি বহন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের
সভাপতিত্বে শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা ও পাশাপাশি স্থানীয় শিল্পীরা সমবেত কন্ঠে প্রথমে জাতীয় সংগীত পরে পহেলা বৈশাখে গান ,লালন গীতি,পল্লীগীতি ও ভাটিয়ালি গান পরিবেশন করেন। এছাড়াও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলজার হোসেন মৃর্ধার নেতৃত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি বহন করে চমৎকার পালকির পুরনো দিনের গান পরিবেশন করেন।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার,গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সামাদ মোল্লা,উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গুলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।