নূর মোহাম্মদ সুমন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর এর সাথে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬-এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)।
উক্ত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার এর সাথে জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের পরিচয় পর্ব শেষে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান। উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।