সাজ্জাদ স্বদেশী, জেলাপ্রতিনিধি শরীয়তপুর: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় আজ, ২০২২-২০২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে, কর্মহীন জেলের মাঝে বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১৭ জন জেলের মাঝে ১৭টি বকনা বাছুর, এবং ২০ জন জেলের মাঝে ৪০ টি ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি পশু খাবার,প্রয়োজনীয় ওষুধ ও ভিটামিন প্রোমিক্সও বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা শহীদমিনার প্রাঙ্গনে কর্মহীন সুফলভোগী জেলেদের মাঝে গবাদিপশু বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুন আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা। সুফলভোগী জেলেরা বছরের কর্মহীন সময়ে সরকারের এমন উদ্যোগে আশার মুখ দেখছেন।
১ view