বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচে ও আধা কিলোমিটার দুরত্বের আলীপুর ব্রীজের নিচ থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। এখনও লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের ধারনা তারা দুইজনই মা ও মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের মূল সড়কের হানুবাইশ ব্রীজের নিচে একটি ১ বছরে কন্যা শিশু ও একই সড়কের আলীপুর এসপির বাড়ির সামনের ব্রীজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রিন্টের সালোয়ার কামিজ পরিহিত ২৪/২৫ বছর বয়সী এক নারী ও কন্যা শিশুর লাশটি উদ্ধার করেন। শিশুটি মহিলার কন্যা সন্তান হতে পারে এমনটাই ধারনা করছেন এলাকাবাসী। এলাকাবাসী আরো জানান, উল্লেখিত লাশগুলোর ছবি দেখে বুঝার উপায় নেই তাদের পরিচয় নিশ্চিতে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, লাশগুলো এ এলাকার কারো না। তবে তিনি জানান, অন্য কোথাও থেকে এনে লাশগুলো ব্রীজের নিচে ফেলা দেয়া হয়েছে।
রামগঞ্জ ও রায়পুর সার্কেল এসপি শেখ সাদি জানান, আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহালে কোন আলামত পাওয়া যায়নি। মহিলার নাকে এখনো নাকফুল রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে কিভাবে মারা গেছে তারা।