1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

শ্রীপুরে জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো কৃষকলীগ 

রাকিব হাসান আকন্দ, গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
রাকিব হাসান আকন্দ, গাজীপুর  জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার তিন কৃষকের ৮ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন। কৃষকদের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা। ধান কাটা কর্মসূচিতে নেতৃত্বে দেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার কৃষক তাজুল ইসলাম, মহব্বত আলী এবং কাজী মোজাম্মেলের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা। তাদের মধ্যে কৃষক তাজুল ইসলামের ৫ বিঘা জমির পাকা ধান, মহব্বত আলী ২ বিঘা জমির এবং কাজী মোজাম্মেলের এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন।
কৃষক তাজুল ইসলাম জানান, পাকা ধান কাটা নিয়ে তিনি চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন। খবর পেয়ে শ্রীুপর উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ তার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। কৃষকলীগের নেতা-কর্মীরা তার অনেক উপকার করেছেন। রাজনৈতিক নেতাকর্মীদেরকে খেটে খাওয়া মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসলে তাদের প্রতি সাধারণ ও গরীব দু:খী মানুষের আস্থা ও ভালোবাসা বাড়বে। যেসব কৃষি শ্রমিকের অভাবে তাদের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছে না সেসব কৃষকের খোঁজ খবর নিয়ে প্রত্যেককে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নেতাকর্মীদের নিয়ে সহযোগীতা করা উচিত।
কৃষক কাজী মোজাম্মেল বলেন, আমার দুই বিঘা জমির ধান পেকে গেছে। গত ২ দিনে আমি এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলেছি। আর্থিক সমস্যার কারণে কৃষি শ্রমিক নিতে না পারায় আমি এক বিঘা জমির ধান কাটতে পারছিলাম না। অধ্যাপিকা টুসি এমপি আপার নির্দেশে শ্রীপুর উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা এস আমার এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এত আমি অনেক খুশি হয়েছি এবং তার যেন প্রত্যেক কৃষকের খবর নিয়ে অসহায় কৃষকের পাশে থেকে তাদের সহযোগীতা করে।
শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। শ্লোগানকে বুকে ধারন করে শ্রীপুর উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা যেসব কৃষক কৃষি শ্রমিকের অভাবে তাদের তাদের জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না সেসব কৃষকদের খোঁজ নিয়ে নেতাকর্মীদের সহযোগীতায় ঘরে তুলে দিচ্ছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শ্রীপুর পৌর কৃষকলীগের সভাপতি সাইফুল কবির বলেন, বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপির সার্বিক তত্বাবধায়নে কৃষকদের ক্ষেত থেকে ধান কেটে ঘরে তুলে দেওয়া কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাদের এ কর্মসূচি নবান্ন উৎসব (ধান কাটা সিজন) পর্যন্ত চলবে। যেসব কৃষক কৃষি শ্রমিকের অভাবে তাদের পাকা ধান কাটা নিয়ে সমস্যায় পড়বেন খবর পেলেই আমরা কৃষকলীগের নেতাকর্মী ওইসব কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবে।
ধান কাটা কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শ্রীপুর পৌর কৃষকলীগের সভাপতি সাইফুল কবির, সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়াসহ উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ।
Facebook Comments
২ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি