দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মুদ্রা ডলার। বাংলাদেশে ডলার সংকট চলছে। এ সময় আন্তর্জাতিক লেনদেনের প্রধান মুদ্রা মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাংলাদেশকে ঋণ দিতে প্রস্তাব দিয়েছে চীন। ঋণের পুরোটা কিংবা আংশিক দুভাবে ইউয়ানে ঋণ দেওয়ার প্রস্তাব করেছে চীনের এক্সিম ব্যাংক।
জানা গেছে, তিন কারণে এখন ইউয়ানে ঋণ দিতে আগ্রহী ব্যাংকটি। কারণগুলো হলো ডলারের বিনিময় হারের ওঠানামা, বৈশ্বিক মুদ্রাবাজারে ইউয়ানের স্থিতিশীলতা ও প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত চীনা ঠিকাদারদের ইউয়ানে মূল্য পরিশোধের দাবি। ইউয়ানে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশের মতামত জানতে চেয়েছে ঋণদাতা প্রতিষ্ঠানটি। এর আগে রাশিয়া থেকে নেয়া রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের সুদ চীনের মুদ্রা ‘ইউয়ানে’ পরিশোধের উদ্যোগ নেয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিবাদের মুখে পড়তে হয়। এ বিষয়ে ঢাকায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস চিঠি দিয়ে এ ব্যাপারে জানতে চেয়েছেন বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।
সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন চীনের এক্সিম ব্যাংকের উপমহাব্যবস্থাপক লি কিউনজি। চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসে ইআরডি।
ঈদের ছুটির আগে এই বিষয়ে মতামত জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অর্থসচিব ফাতিমা ইয়াসমিনকে চিঠি দিয়েছে ইআরডি। এখন পর্যন্ত তাঁদের মতামত পায়নি। মতামত পেলে এক্সিম ব্যাংককে জানিয়ে দেবে ইআরডি।
১ view