নাজমুল হোসেন রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ
“শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ১মে দিবসের এই প্রতিপাদ্য সামনে রেখে”
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ১মে উপলক্ষে রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ১৭২৭ এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১মে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনের সংগ্রামের স্বীকৃতির দিন আজ। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে আজ প্রতি বছরের ন্যায় সারা বিশ্বে পালন করা হয় দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতো গোয়ালন্দেও গুরুত্বের সঙ্গে দিবসটির পালন করা হয়।
১৯৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে কয়েকজন শ্রমিক জীবন উৎসর্গ করেছিলেন। ঐদিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে
বিশ্বের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
এরপর থেকে সারা বিশ্বে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ১৭২৭ এর উদ্যোগে সোমবার বেলা ১১ ঘটিকা সময়ের দিকে গোয়ালন্দ বাজারে
অবস্থিত মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ১৭২৭ এর সভাপতি শহীদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসলাম মোল্লার সঞ্চালনায়, আলোচনা সভাতে পবিত্র
কুরআন তেলাওয়াত করেন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ গোলজার হোসেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের দুই নং ওয়ার্ডের সদস্য ও গলন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন মোল্লা, গোয়ালন্দ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু,গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী,
শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ লাল মিয়া, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহীন মিয়া,
শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ওরফে আল সাবা, শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য এরশাদ প্রামানিক,শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মোঃ বাবলু শেখ, মোঃ তামেজ সরদার, শাহীন মিয়া, আক্কাস আলী প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকল শ্রমিকদের মাঝে তবারক বিতরণ করা হয়।