সাজ্জাদ স্বদেশী, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরে গত ২৭ এপ্রিল কালবৈশাখী ঝড়ের মধ্যে, ঝড়ের সাথে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন ৬ তলা ভবনের ২ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিল শাহীন পাহাড় ও সজীব খান নামের দুই বন্ধু। তাদের মধ্যে শাহীন পাহাড় আজ (বুধবার) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।উক্ত ঘটনার প্রসঙ্গে, বুধবার (০৩ মে) পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। নির্মাণাধীন ভবনে ঝড়ের সাথে তারা দুজন টিকটক ভিডিও বানাতে গিয়েছিল। তাদের একজনের (শাহীন পাহাড়) আজ চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টায় মৃত্যু হয়েছে। নিহতের কাকা এলিম পাহাড় , শাহীন পাহাড় আজ বেলা ১১ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনও তার মরদেহ বেসরকারি ওই হাসপাতালটিতে রয়েছে। কিছুক্ষণ পর তার মরদেহ নিয়ে স্বজনরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করবেন।নিহত শাহীন পাহাড়(২০) শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে। গুরুতর অসুস্থ সজীব খান (২০) একই এলাকার খানের ছেলে । সজীব খান উত্তর বালুচরার মজিবর খানের ছেলে, সজীব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন
৪ views