কক্সবাজার প্রতিনিধি:মানবিক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সব সময় অসহায় নির্যাতিত দুস্থ মানবের পাশে থাকে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিঁলের নেতৃত্বে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন মানবিক যুবলীগ। সেই মানবিক যুবলীগের এক ক্ষুদ্র কর্মী হিসাবে মাঠে কাজ করল যাচ্ছেন সাবেক ছাত্রনেতা রামু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী রাশেদ আলী খাঁন।
রবিবার ৭ মে ২০২৩ দুপুরে মানবিক সহায়তা(আর্থিক) নিয়ে ছুটে গিয়েছেন উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়া পালং মাঝের পাড়া এলাকার বাসিন্দা সোনা আলীর ছেলে খলিলুর রহমানের পাশে। তার পরিবারের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন তিনি। খলিলুর রহমান গতবছর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে তার বসতবাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসা কাজের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী রাশেদ আলী খাঁন।
তিনি জানান, যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিঁলের নির্দেশে এবং কক্সবাজার জেলা যুবলীগের সাধারনণ সম্পাদক শহীদুল হক সোহেল ভাইয়ের পরামর্শে সড়ক দুর্ঘটনায় আহত খলিলুর রহমানকে নগদ অর্থ সহায়তা দিয়েছি। আমার কাছে মানুষের সেবাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। মানব ধর্মই বড় ধর্ম। তাই আমি সব সময়ই ধর্ম-বর্ন নির্বিশেষে অসহায়, দারিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি মনে করি, সামর্থ্যানুযায়ী এই চেষ্টা করে যাওয়া আমাদের প্রত্যেকের মানবিক দায়িত্ব। যুবলীগ একটি মানবিক সংগঠন,আগামীতেও যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে মানবিক সেবায় অসহায় মানুষের পাশে থাকব।ইতিমধ্যে রাশেদ আলী খান দুস্থদের খাদ্য সামগ্রী বিতরন,নগদ অর্থ বিতরন,ঈদ সামগ্রী বিতরন এবং গরিব কৃষকের ধান মাড়াই করে তুলে দিয়েছেন বলে জানা যায়।