দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। এ অবস্থা থেকে রেহাই পেতে বৃষ্টি তো দূরের কথা, মেঘের দেখাও পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরমে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় স্থলভাগ থেকে বেশির ভাগ মেঘ সেখানে চলে গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। দু–এক দিনের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর মধ্যে দেশের আকাশের মেঘ সব সাগরে চলে গেছে। বাতাসের গতিও গেছে কমে। ফলে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার মানুষ জীবন অতিষ্ঠ করা গরমে কষ্ট পাচ্ছে।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আলম প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরি হলে সাধারণত সেখানে স্থলভাগ থেকে বেশির ভাগ মেঘ চলে যায়। ফলে আকাশ পরিষ্কার থাকায় সূর্যকিরণ বেড়ে রোদের দাপট বাড়ে। আগামী কয়েক দিন এ দাবদাহ অব্যাহত থাকতে পারে।