খাদেমুল ইসলাম ,পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে হিটস্ট্রোকে জয়নাল মিয়া (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে বাংলাবান্ধা স্থলবন্দর চত্বরে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া কুড়িগ্রাম জেলার সুনমন এলাকার মফিজুল হকের ছেলে।
হাইওয়ে পুলিশ ও ট্রাক চালকের সহযাগী মিজানুর জানান, রংপুর সাত মাথা এলাকা থেকে তুলা বোঝাই ট্রাক নিয়ে সোমবার ভোরে স্থলবন্দরে এসে পৌছে। বন্দরের কাজ শেষে পণ্যবাহী ট্রাকটি বদলী ড্রাইভার ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এই ফাকে সকালের খাবার খেয়ে ট্রাকের সিটে বসে আরাম করছিল। এসময় তার শারীরিক অবস্থা খারাপ করে তা দেখে হেলপার চিৎকার শুরু করলে আশপাশের অন্যান্য ড্রাইভার শ্রমিকরা ছুটে তাকে উদ্ধার করে ও হাইওয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক তাকে তেঁতুলিয়া হাসপাতাল নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাজেদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানজার আবুল কালাম আজাদ জানান, নিহত চালক আজ ভোরে পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে এসেছেন। তিনি ট্রাক ঘুমিয় ছিলন। যখন ট্রাকটি বের হওয়ার কথা, তখন গিয়ে জানাযায় তিনি ঘুমের মধ্যেই মারা গেছেন। সম্ভবত তিনি স্ট্রোক করে মারা গেছেন। হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদহ উদ্ধার কর হাসপাতাল নিয়ে যান। তার বদলী চালক পণ্যটি ভারতে নিয়ে যাবেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা বাংলাবান্ধা স্থলবন্দরে গিয়ে নিহত জয়নালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিচয় শনাক্ত করে কুড়িগ্রামে তার পরিচিতজনদের কাছে খবর দেয়া হয়। এ বিষয়ে এখনো কোন অভিযাগ পাওয়া যায়নি।
পঞ্চগড়
প্রতিনিধি
, পঞ্চগড়।
তারিখঃ ১৫/০৫/২৩ ইং।