মার্কস-লেনিন বা মাওবাদী আদর্শের নামে সেই সময় ওই এলাকায় ১৫টির বেশি সংগঠন ছিল। তাদের নিজেদের মধ্যে যেমন সহিংসতা হতো, তেমনি সাধারণ অনেক মানুষ এসব বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “আশির দশকে এই এলাকার (সিরাজগঞ্জ) কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থিরা ঘাটি তৈরি করেছিল। কিন্তু ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেকে আলোর পথে ফিরে আসে।”
যারা আত্মসমর্পণ করছেন, তাদের আর্থিক সহযোগিতা থেকে সবরকম সহায়তা করা হবে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, “কিন্তু কেউ যদি মনে করেন আমরা দুর্গম এলাকায় বসে থাকব, অপরাধ করব আর আপনারা ধরতে পারবেন না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।”