দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট :বর্তমানে যে বাম প্রগতিশীল কমিউনিস্ট রাজনৈতিক দলগুলো আছে তার একটা অংশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের সঙ্গে থেকে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে। নিজেরা এমপি, স্ত্রীকে এমপি করে নিচ্ছে, দলের ভিতর একটু যারা কথা বলে তাদের ক্ষমতাসীন কাছ থেকে কিছু সুবিধা নিয়ে দেয়, নেই সাম্রাজ্যবাদ বিরোধী কথা, নেই আধিপত্যবাদ বিরোধী কর্মসূচি, নেই বিশ্বব্যাংক, আইএমএফ বিরোধী অবস্থান।
আরেকটি অংশ তারা জামায়াত- বিএনপি জোটের সঙ্গে না হলেও সরকার বিরোধী ও ভোটের দাবিতে মূলত জামায়াত বিএনপির সঙ্গে। এর বাইরে পুরানো দল আওয়ামীলীগের মিত্র সিপিবি, বাসদ, বিভিন্ন সময় নানা দল ভেঙে আসা কয়েকটি দল। সিপিবি বাসদ আওয়ামী লীগের ক্ষতি হয় বা বিপদে পড়ে এমন কর্মসূচি দেয় না।
সিপিবি এক সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে ছিল। তারপরে গত প্রায় পনের বছর তারা ওই জোটের বাইরে কেন আছে তা অবশ্য খুব একটা পরিষ্কার নয়। তবে বিএনপির সঙ্গে জোট না গড়েও যারা একই ধরনের আন্দোলনে আছে আর অন্যদিকে যারা ক্ষমতাসীন জোটে আছে এই দুই বাম প্রগতিশীল শক্তির খুব বেশি পার্থক্য এখন নেই।