মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-পটুয়াখালীর বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সোহাগ হাওলাদার (৪০) ও লিটন নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগা বন্দর বাজারে ইউনিক কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। সোহাগের বাড়ি মদনপুর ইউনিয়নের দ্বীপাশা গ্রমে এবং লিটনের বাড়ি লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে।
স্থানীয় আহতের পরিবার সূত্রে জানা গেছে, লিটন পেশায় একজন অটো চালক। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে সোহাগের দোকানে মামা লিটন হাওলাদার অটো নিয়ে ঝালাই করতে দোকানে আসেন। তার ওই গাড়ি ঝালাই করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হন দোকান মালিক সোহাগ ও মামা লিটন। তাদেরকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়।
এব্যপারে বাউফল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার দিবা দেবনাথ জানান, তার শরীরের বিভিন্ন অংশ পুরে গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাদেরকে বরিশাল পাঠানো হয়েছে।