মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরের বিভিন্ন হাট বাজারেও কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রবিবার পৌর শহরের কোনাবাড়ি দৈনিক কাঁচা বাজার ঘুরে দেখা যায়, ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
দক্ষিণ গোপালপুরের বাসিন্দা রাশেদুল জানান, জিনিসপত্রের দাম বেড়েছে, এমনিতেই আয়ের সাথে ব্যয় মিলানো যাচ্ছে না, আগে ৫০ থেকে ৬০টাকা কেজি কাঁচা মরিচ পাওয়া যেতো, আজ বাজারে এসে দেখি কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে ! কাঁচা মরিচ ছাড়াই বাসায় ফিরছি।
মরিচের দাম বাড়া প্রসঙ্গে কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান, বন্যা ও বৃষ্টিতে মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঈদ ও বৃষ্টির কারণে আমদানি কম থাকায় সংকট সৃষ্টি হয়েছে, আমদানি বাড়লে শীঘ্রই দাম কমে যাবে।