দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট :ধুঁকতে থাকা অর্থনীতিকে বাঁচাতে মরিয়া আফগানিস্তানের (Afghanistan) তালিবান (Taliban) শাসকরা। এই অবস্থায় তাঁদের ভরসা আমু দরিয়া নদী অববাহিকার খনিজ তেল। কিন্তু তেল উত্তোলন করে বিশ্ব বাজারে বিক্রির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই তালিবানের হাতে। শুধু তাই নয়, নেই পরিকাঠামো তৈরির প্রয়োজনীয় অর্থও। এই অবস্থায় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) স্মরণাপন্ন হলেন তাঁরা। বেজিংয়ের (Beijing) সঙ্গেই খনিজ তেল উত্তোজনের জন্য চুক্তি সেরে ফেললেন আফগানিস্তানের বর্তমান শাসকরা। ২০২১-এ ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি স্বীকৃতি দেয়নি তালিবান সরকারকে। একই রাস্তায় হেঁটেছে ভারতও। এই আবহে তেল উত্তোজনের জন্য চিনের সঙ্গে এই চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এর জের আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির আফগান নীতিতে বড় বদল আসতে পারে বলেও দাবি করেছেন তাঁরা।