সাজ্জাদ স্বদেশী, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের কাঞ্চনপাড়া বাজারে আজ ১০ আগষ্ট, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে ইউনিয়নের সর্বসাধারণ। প্রতিবাদ সভা টি বেলা এগারোটার সময়ে স্থানীয় কাঞ্চনপাড়া বাজার প্রদক্ষিণ করে বাজারের বাসস্টপেজে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিঝারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা মান্নান বেপারী সাবেক ওয়ার্ড মেম্বার স্বপন বেপারী, বাজার কমিটির সাধারণ সম্পাদক সহ এলাকার তরুণসমাজ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ইউনিয়ন বাসী। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলে সবার একটাই দাবি মাদক মুক্ত সমাজ ও যুবসমাজ রক্ষায় মাদকের ভয়াবহতা তুলে ধরা।
“মাদক কে না বলুন ” প্লাকার্ড হাতে স্থানীয় যুবসমাজ মাদকের ভয়াবহতা ও তার ক্ষতিকর দিক বিবেচনা করে প্রশাষন কে এসব কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হতে আহবান জানান।
প্রতিবাদ মিছিল শেষে সাংবাদিক দের উদ্দেশ্যে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা রুখতেই আমাদের আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে, এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য বলেন, মাদক মুক্ত ইউনিয়ন গড়ায় আমরা বদ্ধ পরিকর, সমাজে মাদকের আস্ফালন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এখনই তার প্রতিরোধ না হলে ধ্বংসের ধার প্রান্তে পৌছাবে যুবসমাজ। মাদক সমাজের জন্যে যেমন, তেমনি সমাজ রাষ্ট্র দেশ বিশেষত এর ভয়ানক থাবার শিকার কোমলমতি শিক্ষার্থী সহ যুব সমাজ যারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎত।এই বার্তা দিতেই মাদকসেবী ও তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির হুঁশিয়ার প্রদানেই এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান উপস্থিত সাংবাদিকদের।