দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের আমন্ত্রণে ভারত সফর শেষ করে দেশে ফিরেছে। প্রতিনিধিদলের সূত্র জানায়, বিজেপির সভাপতি জেপি নাড্ডাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের সখ্য বৃদ্ধির বিষয়টি এসেছে। আওয়ামী লীগের নেতারা বোঝানোর চেষ্টা করেছেন যে চীনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি অর্থনৈতিক, যেমনটা ভারতের সঙ্গেও চীনের রয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক।
এ ছাড়া আওয়ামী লীগের প্রতিনিধিদল তাদের বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জামায়াতে ইসলামী, বিভিন্ন ইসলামপন্থী দল ও সাম্প্রদায়িক শক্তির উত্থান ঠেকানো সম্ভব হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে পাকিস্তানের প্রভাব আবার বেড়ে যাবে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। ভারতের মন্ত্রী ও রাজনৈতিক নেতারাও তা স্বীকার করেছেন বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।