শিরোমণি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে সমকালের প্রধান শিরোনাম, “শিগগির যুক্তরাষ্ট্রের চাপ কমবে, আশা আ’লীগের”।
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারত যে বার্তা দিয়েছে তাতে আওয়ামী লীগে বেশ স্বস্তি এসেছে । সেই সঙ্গে বিরাজমান নেতিবাচক পরিস্থিতি সামনের সেপ্টেম্বর থেকে দূর হওয়ার আশাও দেখা যাচ্ছে সরকারি দলে।
প্রতিবেদনে বলা হচ্ছে, আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতাদের দৃষ্টিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে ভারত ও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করতে পারেন।
বৈঠকের পর আগামী নির্বাচন নিয়ে সরকারের ওপর চাপ আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর পর থেকে পুরোদমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু করা হবে বলে সরকারি দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন।