শিরোমণি ডেস্ক রিপোর্ট : তফসিল ঘোষণা হলে টানা কঠোর কর্মসূচিতে যাবে বিরোধী দলগুলো। দলীয় সূত্র জানায়, শীর্ষ নেতার নির্দেশনায় যে কর্মসূচি চলছে এখন পর্যন্ত তা সফল বলে নেতাকর্মীরা মনে করছেন। দলীয় মূল্যায়ন হলো সরকারের পাতা কোনো ফাঁদে এখন পর্যন্ত পড়তে হয়নি। সরকারের পক্ষ থেকে নানা উস্কানি দেয়া হলেও শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি চলছে। সামনেও যাতে কোনো ধরনের উস্কানিতে আন্দোলনে বিঘ্ন না ঘটে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সর্বশেষ গত সোমবার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি’র স্থায়ী কমিটির একজন সদস্য মানবজমিনকে বলেন, বেশির ভাগ রাজনৈতিক দল আগেই শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কার্যকরের ঘোষণার পর সরকার আরও চাপে পড়ে গেছে। এতে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত। সেটাকে রাজপথে কাজে লাগাতে চান তারা। এখন চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার বিষয় নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হয়েছে। তবে পূজার ছুটির কারণে আমাদের কর্মসূচি পেছাতে হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ইতিমধ্যে হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতা বলেছেন, সরকার চাইলে পূজায় হামলা হবে, না চাইলে হামলা হবে না। তাই আমরা যদি কোনো কঠোর কর্মসূচি দেই, আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এর দায় বর্তাবে বিএনপির ওপর। তাই পূজার ছুটির পর থেকেই চূড়ান্ত আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।