কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ সহ একই পরিবারেরর তিনজন গুরুতর আহত হয়েছে। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের চ্যাপ্টারপাড় গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চ্যাপ্টারপাড় গ্রামের মৃত বুদ্ধিমন্ত মধুর ছেলে মঙ্গল মধুর সাথে প্বার্শবর্তী মৃত দশরথ মধুর ছেলে ও তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্চয় মধুর সাথে বাড়ির জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদীন যাবৎ একটা ঝামেলা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে সঞ্চয় মধুর নেতৃত্বে, দ্বিজেন মধু ও তার দুই ছেলে দিপ্ত মধু(১৮), দিপন মধু (১৫), সুনীতি মধু ভুক্তভোগী মঙ্গল মধু (৭১) ও তার মেয়ে মিতু মধুকে(২৯) হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর জখম করে। এই সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলায় অভিযুক্ত শিক্ষক সঞ্চয় মধুর কাছে জানতে চাইল তিনি ঘটনা অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ তাকে ফাঁসাতে এই হামলার ষড়যন্ত্র করেছে যার কোন সত্যতা নেই।
এই ঘটনায় ভুক্তভোগী মঙ্গল মধুর স্ত্রী সুকলা মধু বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
৬ views