নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ গিয়ে ছিলাম অনেক দূরে যেতে হবে বহুদূর। চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জি এম আবুল কালাম আজাদ স্যারের নির্দেশনায় রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল।
শনিবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জৌকূড়ী সাকিনস্হ ধৃত আসামি চৈতন্য দাস (৪৩) পিতা অজিত দাস এর পূর্ব দুয়ারী ছাপড়া ঘর এর সমনে উঠান হইতে। চৈতন্য দাস (৪৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রাজবাড়ীর ডিবি সূত্রে জানান,২৩শে ডিসেম্বর শনিবার দুপুর ০৬:১৫ ঘটিকার সময়ের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান খান,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এসআই সঞ্জীব জোয়ার্দার সঙ্গীয় অফিসার ফোর্সসহ।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জৌকূড়ী সাকিনস্হ ধৃত আসামি চৈতন্য দাস (৪৩) পিতা অজিত দাস এর পূর্ব দুয়ারী ছাপড়া ঘর এর সামনে উঠান হইতে।
রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা পূর্ব জৌকূড়ী
গ্রামের অজিত দাস ও মাতা পপি রানির ছেলে
চৈতন্য দাস (৪৩) কে অবৈধ মাদকদ্রব্য ১০.০১( দশ দশমিক শূন্য এক )গ্রাম হেরোইন যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১,০১,০০০/- ( এক লক্ষ এক
হাজার ) টাকা সহ গ্রেপ্তার করেন।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত আসামি চৈতন্য দাস এর বিরুদ্ধে পূর্বে মাদক মামলা সহ দুইটি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।