মিহির বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের শিরোমনি হুগলি বিস্কুট কোম্পানি পরিদর্শন। দীর্ঘদিন বন্ধ থাকা খুলনা শিরোমনি শিল্প এলাকার ,হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীদের , গ্রাজুয়েট সহ বকেয়া পাওনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ,শ্রমদপ্তর সহ নানা দপ্তরে লিখিত ও মৌখিক আবেদন করে আসছে। তারই প্রেক্ষিতে বুধবার সকালে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান শিরোমনি হুগলি বেকারি পরিদর্শন করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার (শিল্প পুলিশ ) কানাইলাল সরকার , পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান । পরিদর্শন কালে শ্রম পরিচালক হুগলি বিস্কুট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাদিম হোসেনকে শ্রমিকদের সাথে আলোচনা করে দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে বলেন। উল্লেখ শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানী শ্রম আইন লঙ্ঘন করে, বিনা নোটিশে বছর বছর উৎপাদন বন্ধ রেখেছে । পরবর্তিতে শ্রমিকের পাওনা পরিশোধ না করেই, কিছু শ্রমিক দিয়ে নামে মাত্র উৎপাদন দেখিয়ে কোম্পনীর যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে নেয়ার অভিযোগ করে আসছে শ্রমিক নেতৃবৃন্দ।