1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

অভিযোগের মধ্যেই শেষ হলো কালকিনি উপজেলা নির্বাচন

সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতিনিধি: ভোটার উপস্থিতি কমও শিশুদের দিয়ে জাল ভোট দেয়ানোর অভিযোগের মধ্যেই বিকাল ৪ টায় শেষ হলো কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন

মঙ্গলবার (২১ মে ) কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম ও শিশুদের দিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগের মধ্যেই শেষ হয়েছে।

১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৩টি।
ভোটার রয়েছে ১৮৫১০২ জন। যার মধ্য পুরুষ ভোটার ৯৬৩২৫ জন, মহিলা ভোটার ৮৮৭৭৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে কোলচরী স্বস্তাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২ টার কিছুক্ষণ পর পর্যন্ত ভোট পড়েছে ১৮২টি যা মোট ভোটের ৭%। এছাড়াও কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১.৪০ টা পর্যন্ত প্রায় ৬ ঘন্টায় ভোট পড়েছে ২৩৬ টি। যেখানে মোট ভোটার ছিলো ১৭২২। তবে ৭৩ টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো অনেক কম।

এছাড়া শিকারমঙ্গল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় শিশুদের দিয়ে ভোট দেওয়ানোরও অভিযোগও উঠে। সরজমিনে গিয়ে শিশুদের ভোটের লাইনে দেখে তাদের নাম জিজ্ঞেস করতে দৌড়ে পালায় তারা।

অভিযোগ সম্পর্কে শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জিয়াউল হক অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েক জন এসেছিলো জাল ভোট দেয়ার জন্য কিন্তু কেউই জাল ভোট দিতে পারে নাই। মূলত জাল ভোট শনাক্ত করার দায়িত্ব এজেন্টের। তারা আমাদের কাছে জানালে ব্যবস্থা নেব।

শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িতে থাকা পুলিশের উপপরিদর্শক মো. আল আমিন বলেন, আমরা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে আছি। প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশ মোতাবেক কাজ করছি। অন্যকোনো ঘটনার বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা আমাদের বললে ব্যবস্থা নিবো।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জাল ভোট দেয়ার ক্ষেত্রে কেউ সহযোগিতা করলে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি