ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি : খেলার মাঠের দাবিতে বড় আঁচড়া গ্রাম বাসীর উদোগে বেনাপোল চেকপোস্টে শনিবার সকালে এক মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন ও পথ সভায় বক্তব্য রাখেন বেনাপোল পৌর সভার বড় আঁচড়া ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন।তিনি তার বক্তব্য বলেন দীর্ঘদিন ধরে বড় আঁচড়া গ্রাম বাসীর খেলোয়াড়দের জন্য সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি অধিগ্রহণ করে। সে সময় গ্রাম বাসী বাধা দিলে অন্য স্থানে খেলার মাঠটি প্রশাসন কিনে দেবে বলে জানাই।
কিন্তু একযুগ পেড়িয়ে গেলেও অদ্যাবধি খেলার মাঠ ফিরিয়ে দেয়নি প্রশাসন।জেলা প্রসাশকের কাছে বারবার ধর্না দিয়েও বিষয়টি কোন সুরাহা হয়নি।
অথচ প্রাইমারি স্কুলের খেলার মাঠের জমি বড় আঁচড়া গ্রাম বাসী তখন জেলা প্রশাসনকের নামে লিখে দেয়।যে কারণে জেলা প্রশাসন ই মাঠের মুল মালিক।
এই মাঠের পূর্ব পাশে ছিল সীমান্ত স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়রা সমস্ত প্রকার খেলাধুলা থেকে বঞ্চিত।এমন কি প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরাও এখনও পর্যন্ত খেলাধুলা থেকে বঞ্চিত।আমাদের দাবী অচিরেই জেলা প্রশাসকের মালিকানাধীন খেলার মাঠটি ফিরিয়ে দেওয়া হোক। এ সময় আরো উপস্থিত ছিলেন গিয়াস উদ্দীন, সুলতান আহম্মেদ বাবু, আসাদুজ্জামান আশা,আবু জাফর, ইদ্রিস আলী ইদু, মিজানুর রহমান,ইয়াকুব আলী, রিপন হোসেন,পলাশ,ইব্রাহিম, গনেষ, রতন কুমার।গ্রাম বাসীরা বলেন আমাদের খেলার মাঠ ফিরিয়ে দেওয়া না হলে প্রয়োজনে শার্শা উপজেলা বাসি এক জোট হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
no views