শিক্ষার স্বপ্নবুনন
শিক্ষকের স্বপ্ন, বিদ্যালয়ের রূপ
ছাত্রদের মুখে ফুটুক দীপ্তির
সূর্য-লূক,
মাঠে খেলার আনন্দ, ক্লাসরুমের গন্ধ,
জ্ঞান-আলোয় ভরে উঠুক প্রতিটি বন্ত।
পৃথিবীর পথে পায়ে পায়ে ধরা,
শিক্ষার আলোয় উদিত হোক সপ্ন সাড়া,
গুঞ্জন যেন হয় সভ্যতার সুর,
শিক্ষকের স্বপ্নে উড়ুক ভবিষ্যতের নূর।
শ্রেণীকক্ষে তার নির্মল স্বপ্ন,
ভবিষ্যৎ গড়বে ছাত্র এই হোক কাম্য।
দক্ষ হাতের তুলি, জ্ঞানী মন,
প্রত্যেক ছাত্র হবে নতুন প্রভাতের স্বজন।
স্বপ্নে আঁকা শিক্ষার বিশ্ব,
সত্যের পথে যাত্রা, সাহসী ও দৃঢ়,
বিদ্যালয়ের মাটি, শিক্ষক ও ছাত্র,
নবীন দিনের সুরে হয়ে উঠুক পরিপূর্ণ।
সুবর্না বিশ্বাস
সহকারী শিক্ষক
৯৬ নং কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পটুয়াখালী সদর, পটুয়াখালী।