1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রুট পরিবর্তন হচ্ছে না

নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রোড আপাতত পরিবর্তন হচ্ছে না ‌ট্রেন দুটি রাজবাড়ী স্টেশন হয়েই চলাচল করবে। সোমবার ৪ নভেম্বর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সবাই এ তথ্য জানান নবাগত জেলা প্রশাসক ডিসি মোঃ জাহিদুল মিঞা।

জেলা প্রশাসক বলেন, আমি রাজবাড়ী জেলায় যোগদান করার পরই জানতে পেরেছি এ জেলায় মানুষ সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রোড পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে আন্দোলন করছেন। আমি বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার শাহাদাত আলী সাহেবের সঙ্গে কথা বলেছি। এখানকার রাজনৈতিক অবস্থা ও মানুষের চাহিদার কথা আমি তার কাছে তুলে ধরেছি। আমি বলেছি, যেহেতু এই ট্রেন এই রুটে চালু করা হয়েছে। এই ট্রেনের সুবিধায় মানুষ অভ্যস্ত হয়ে গেছে, মানুষ এই সুবিধা কে উপভোগ করেছে। একই ধরনের বিকল্প সুবিধার ব্যবস্থা না করে এই ট্রেন কিভাবে বন্ধ করা হচ্ছে। তিনি আমাকে কথা দিয়েছেন যে, আপাতত তারা এই ট্রেন ২ টি বন্ধ করবেন না। অবশ্যই বিকল্প সুবিধার ব্যবস্থা করে তারা ট্রেনের রোড পরিবর্তনের পরিকল্পনা করবেন। উল্লেখ্য, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রোড পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে শনিবার ২ নভেম্বর রাত পৌনে আটটার দিকে গোপালগঞ্জের, কাশিয়ানী,ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামি ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ী স্টেশনে আটকে রেলপথের দাঁড়িয়ে বিক্ষোভ করে সাধারণ জনতা। একই দাবিতে রোববার ৩ নভেম্বর সকালের রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা-গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়ি রেল স্টেশনে আটকে রেখে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়া আজ সোমবার ৪ নভেম্বর সকালে একই দাবিতে রাজবাড়ী রেল স্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি আগামী ১৫ই নভেম্বর থেকে অন্য রোডে চলাচল করবে-এমন খবর জানতে পারেন তাঁরা। ট্রেনের রোড পরিবর্তন হলে রাজবাড়ী সহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হবে। যে কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রোড পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী রেল স্টেশন হয়ে চলাচলের দাবি তাঁদের। এ সময় বিক্ষোভকারীরা বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করে এরোটে আরো নতুন ট্রেন দেয়ার দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুভকারীরা। রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রোড পরিবর্তনের সিদ্ধান্তের কোন নির্দেশনা আমাদের কাছে এখনো আসেনি। ও রেল মন্ত্রণালয় থেকে এর বিষয়ে আমাদের কোন লিখিত বা কোন মৌখিক কোন কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ীর ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময় ঢাকায় যাওয়া আসার সুযোগ হয় রাজবাড়ী সহ আশেপাশে কয়েক জেলার মানুষের‌

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি