নফিল উদ্দীন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে জায়গা-জমির বিরোধ নিয়ে আদিবাসী(সাঁওতাল) সম্প্রদায় ও স্থানীয় বাঙালির মধ্যে সংঘর্ষে ১জন আদিবাসী নিহত ও উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে ।
ঘটনাসুত্রে জানাযায়, প্রায় ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে ৩৯ বিঘা জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।
গতকাল ২৭ শে নভেম্বর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর ও দামোল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে দাবি কৃত জমিতে ঘর নির্মাণ করছিল। এসময় ভূমিহীন লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে গেলে ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেন এর ছেলে কানদন সরেন(৬০) ঘটনাস্থলেই নিহত হয়। উভয় পক্ষের প্রায় ১৪ জন আহত হয়। আহতরা হলেন, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো শফি, ইসমাইল। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আহত হন সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষিরাম হাসদা, শনিরাম হাসদা। ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।